জুমার বয়ানে সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা মাসরুরুল হক
গত ৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তুল্লা বাইতুস সালাত জামে মসজিদে তিতাস গ্যাস লাইনের লিকেজ ও বিদ্যুত ট্রান্সফর্মার থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে মসজিদে নামাজ-ইবাদতরত মুসল্লিগণের হতাহতের ঘটনায় শোক ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর সুযোগ্য সন্তান, উমেদনগর টাইটেল মাদরাসার মহা-পরিচালক, হবিগঞ্জের আন্দোলন সংগ্রামের সূতিকাগার, ঐতিহ্যবাহী নূরুল হেরা মসজিদের খতিব, হাফেজ মাওলানা মাসরুরুল হক দা.বা.। গতকাল জুমা পূর্ব বয়ানে তিনি বলেন, আজকে মুসলমানদেরকে সবখানে নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হক্বানী আলেম-উলামাদের মর্যাদাহানী করা হচ্ছে। এমনকি মৃত মুরুব্বি আলেমরাও আজ এর থেকে রেহাই পাচ্ছেন না। তাদের মর্যাদাহানী করে ফেইসবুক ইন্টারনেটে কটুক্তি করা হয়। এগুলোর উপযুক্ত বিচার হচ্ছে না। অথচ দেশের কোন এমপি, মন্ত্রী বা নেতাদের বিরুদ্ধে কেউ কটুক্তি করলে সাথে সাথে একশন হচ্ছে। বিচার-শাস্তি হচ্ছে।
হাদিসের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম ও শান্তির জায়গা হচ্ছে মসজিদ। মুসলমানরা প্রত্যেহ মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করেন। কিন্তু আজকে মসজিদও নিরাপদ নয়। তিনি নারায়ণগঞ্জের মসজিদে আগুনের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে বলেন, মসজিদ কর্তৃপক্ষ ইতিপূর্বে তাদেরকে বিষয়টি অবগত করার পরও তারা উল্টো টাকার দাবী করেছে বলে গণ-মাধ্যমে এসেছে। তাদের এহেন কর্মকান্ডে মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আছে কি না? তা গভীরভাবে খতিয়ে দেখতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্ত কমিটিকে নজরে আনতে জোর দাবি জানান। এবং যে বা যারাই এ নৃশংস ট্রাজেডিতে জড়িত প্রমাণিত হবে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে জাতির সামনে প্রকাশ করতে হবে। কারণ এই ঘটনায় তিতাস কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। উক্ত ঘটনায় হতাহতদের ব্যাপারে ক্ষতিপূরণের রায় দেয়ায় হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এবং সরকার কর্তৃক স্বজনহারাদেরকে আরো বেশী পরিমাণে ক্ষতিপূরণ দিতে তিনি আহ্বান জানান। জুমার নামাজ পরবর্তী দোয়ায় সাহেবজাদায়ে হবিগঞ্জী রহ. মসজিদ ট্রাজেডিতে নিহত শহীদ ও আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার তাওফিকদানে ও বাংলাদেশসহ বিশ্ব মুসলিমদের শান্তির জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com