সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা জোরদার করার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুক্রবার রাতে এক সভা অনুষ্ঠিত হয়। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও শচী অঙ্গন ধাম জয়পুরের মন্দির কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির, পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলার সভাপতি মনোরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি পাল, ট্রাস্টি সম্পাদক রনথীর চক্রবর্তী, মিহির বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার দেব, ৭নং ভাদেশ্বর ইউপি সদস্য সুকুমার কৈরী, পূজা পরিষদের সহ সভাপতি বিকাশ দেব, শ্রীহট্র ব্রাহ্মণ পরিষদের সম্পাদক সম্পাদক সমরেশ ভট্টাচার্য প্রমূখ। পরে শচী অঙ্গন ধামের উন্নতিকল্পে উপস্থিত ভক্তরা অনুদান ঘোষাণা করেন। উক্ত অনুদানের টাকা মিহির বণিকের নিকট জমা দেয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয় এবং নিজ নিজ এলাকার মন্দিরগুলোতে নিজস্ব পাহারাদারের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাত্রে শচী অঙ্গন ধামে চুরি সহ এলাকার আরো কিছু মন্দিরে চুরির ঘটনায় পুলিশ প্রশাসন এই উদ্যোগ নেয়। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় পুলিশের প্রশংসনীয় উদ্যোগে হিন্দু নেতৃবৃন্দ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানান।