স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে টমটম চালকের প্রেম প্রত্যাখ্যান করায় দুর্বিসহ হয়ে উঠেছে এক স্কুলছাত্রীর জীবন। মেয়েটির শ্লীলতাহানি করতে না পেয়ে তাকে পিটিয়ে আহত করেছে টমটম চালক উজ্জল মিয়া (২০)।
সূত্র জানায়, বাহুবল উপজেলার মিরপুরের ঝারু মিয়ার কন্যা স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের কালাম মিয়ার পুত্র উজ্জল। তার উত্যক্তের কারণে করোনার আগে থেকেই ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেয়। এরপরও থামেনি উজ্জলের ইভটিজিং। গতকাল শনিবার সকালে ঘরে কেউ না থাকার সুযোগে উজ্জল মেয়েটির ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। লোকজন মেয়েটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com