সংবাদ সম্মেলনে মাদ্রাসা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল মুনিম আল হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়ে যুগ যুগ ধরে সুনামের সাথে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি সকলের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল। তারমধ্যে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনে পরাজিত প্রার্থী মো: লিলু মিয়া। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গভর্নিং বডির সভাপতি, সদস্য ও শিক্ষকদের নামে নানা রকম কুৎসা রটাচ্ছেন। ইতিপূর্বেও অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে গভর্নিং বডির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তদন্তে কোনো অভিযোগেরই সত্যতা মিলেনি।
এরই ধারাবাহিকতায় সাংবাদিককে ভুল তথ্য গত ২০ আগস্ট দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ পরিবেশন করান। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন।
লিখিত বক্তব্যে বলা হয়, মাদ্রাসার নীতিমালা অনুসরণ করে গভর্নিং বডির সভাপতি সাংসদ অ্যাডভোকেট মো: আবু জাহির, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত প্রতিনিধি প্রফেসর ডক্টর মো: ইলিয়াস সিদ্দিকী (চেয়ারম্যান, ইসলামি স্টাডিজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো: জিয়াউল আহসান স্বশরীরে মাদ্রাসায় উপস্থিত থেকে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যেসব প্রার্থী আবেদন করেছিলেন অধিকাংশই ২৫ জুলাই ইন্টারভিউতে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। শুধু তাই নয়, অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে কোনো প্রার্থীর কোনো আপত্তি নেই, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে বলে সবাই সন্তোষ প্রকাশ করেন। শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে কোনো অনিয়ম, দুর্নীতি বা আর্থিক লেনদেন হয়নি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনিম আল হোসাইন বলেন, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রিন্সিপাল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছি, প্রিন্সিপাল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে। এই নিয়োগে যদি কোনো প্রকার অনিয়ম হতো তাহলে আমি নিজে অংশ গ্রহণ করতাম না। মাদ্রাসা নীতিমালা সম্পর্কে ন্যুনতম ধারণা না রেখেই এই কাল্পনিক সংবাদটি প্রকাশ করায় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মাদ্রাসার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মো: আব্দুল মুনিম আল হোসাইন, ভাইস প্রিন্সিপাল ও অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বি প্রার্থী) মো. সাগর উদ্দিন ভুইয়া, সহকারী অধ্যাপক, মো. সাহাব উদ্দিন, অধ্যক্ষ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com