শিশু ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হলেও অভাবের কারণে সন্তানদের বাবা ডাক্তার দেখাননি
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামে রহিমা বেগম নামে এক গৃহবধূ অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন। বুধবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তান জন্ম দেন। জন্ম নেয়া তিন শিশুই মেয়ে। রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে অসংখ্য নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করেন। তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো। মাও সুস্থ আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন। তিনি বলেন, সিজার ছাড়া তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১ কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের শিশু ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারণে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছে। নবজাতক তিনটির বাবা আব্দুস সালাম বলেন, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে। মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন জানান, পরিবারটি খুবই গরীব। ঔষধ কিনে খাওয়ার টাকা পর্যন্ত নেই। সরকারিভাবে যতটুকু সম্ভব ঔষধ দেওয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com