স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গুরতর আহত ১০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, বিহারীপুর গ্রামের গফুর মিয়ার সাথে জমির রাস্তা নিয়ে একই গ্রামের মানিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ বৈঠক হয়। সালিশে কোন সুরাহা না হওয়ায় গতকাল বুধবার সকালে গফুর মিয়া বাড়ি থেকে বের হয়ে দেখতে পান মানিক মিয়ার লোকজন বিরোধপূর্ণ রাস্তাটি কেটে ফেলেছে। এ সময় গফুর মিয়া বাধা দিলে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে। অভিযোগ- সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় গফুর মিয়া (৬০), মাসুক মিয়া (৩৫), আলামিন (১২), লিটন (২০), রাবিয়া বেগম (৫০), ওয়াহিদ মিয়া (২৫), কুলসুমা বেগম (৬০), কদ্দুছ মিয়া (৫০) ও আউলিয়া বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com