এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব তৈরি এবং যাদের জন্য প্রযোজ্য তাদের কোয়ারেন্টিনে রাখার ব্যাপারে প্রশাসনকে সহায়তায় আজ বুধবার থেকে হবিগঞ্জে মাঠে নামছে সেনাবাহিনী। আজ সকাল থেকে লেফটেন্যান্ট কর্ণেল সোরাব উদ্দিন খানের নেতৃত্বে একটি টিম হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, করোনা আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ব্যক্তি, বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে। এছাড়াও বাজার নিয়ন্ত্রণ রাখাসহ সর্বক্ষেত্রে জেলা প্রশাসনকে সহযোগিতা করবে সেনাবাহিনী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সেনাবাহিনী জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে আজ সকাল থেকে মাঠে কাজ করবে।