এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বাজার নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। কোথাও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি করোনা ভাইরাস আতংকে হবিগঞ্জের অসাধু ব্যবসায়ীরা বাজারে চাউল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এ পরিস্থতিতে হবিগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা মাঠে নামেন। বাজার নিয়ন্ত্রণসহ করোনা পরিস্থিতিতে গণসচেতনতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক আজমল হোসেনের নেতৃত্বে এনএসআই কর্মকর্তারা নজরদারী করছে। প্রশাসনের কঠোর নজরদারীতে পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম নিয়ন্ত্রণে আসলেও এখনও চালের দাম নিয়ন্ত্রণে আসেনি। তবে কঠোর পদক্ষেপের মাধ্যমে চাউলের বাজার নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলে বাজার নিয়ন্ত্রণে এসেছে। কোথাও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হলে জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে পুলিশ মাঠে কাজ করছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠে রয়েছে।