হবিগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের জরুরি ভিডিও কনফারেন্স
গ্রাম থেকে মানুষকে শহরে না আসার আহ্বান
এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশসহ হবিগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের সাথে জরুরী ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ভিডিও কনফারেন্সে তিনি সব ধরণের সভা-সমাবেশ, মাহফিল বন্ধ রাখার নির্দেশ দেন। কোয়ারেন্টিনে থাকা কারো স্বজনরা যাতে মসজিদ-মন্দিরে যেতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ডিসি, সিভিল সার্জন ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে। তিনি আরো বলেন, আমরা আতঙ্কিত হব না, সাবধান হব। সাহসিকতার সঙ্গে আমরা এটা মোকাবিলা করব। ফার্মেসী, মুদিমাল, কাঁচামালের দোকান ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ দেন। এছাড়াও এ পরিস্থতিতে গ্রাম থেকে মানুষকে শহরে না আসার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন- অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারী করতে হবে। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম, মোস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সোরাব উদ্দিন খান, হবিগঞ্জ এনএসআই’র উপ-পরিচালক আজমল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।