হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ আগামীকাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন দেশের সরকারি-বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ ছুটি ঘোষণা করা হয়। তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে- এই ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্য জরুরী কার্যাবলীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এই ছুটি বা বন্ধকালীন অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
নির্দেশনায় বলা হয়, এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেলা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সেজন্য সর্বসাধারণকে এই সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে। তবে ওষুধ বা খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্য শিল্প-কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে জানিয়ে বলা হয়েছে- গণপরিবহন ব্যতীত অন্য জরুরী পরিবহন যেমন- ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি যথারীতি চলবে।