![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/SPORTS.jpg)
উদ্বোধনী খেলায় শাহজিবাজার স্পোটিং ক্লাবকে হারিয়ে আনন্দপুর ফুটবল একাদশের জয়লাভ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া ফুটবল মাঠে যুক্তরাষ্ট্র প্রবাসী মিশন অব স্টুডেন্ট হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম উজ্জল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি কাজল আখনজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, উপজেলা ভাইস চেয়াম্যান ফারুক আমীন, সমাজসেবক কাউছার চৌধুরী, বার সর্দার আব্দুল মান্নান, সাবেক মেম্বার নুরুল হক আখনজী, আবু বকর খান, ফুটবলার জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির উপদেষ্টা জালাল মিয়া আখনজী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোঃ নুর মিয়া, সুমন আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, আয়োজক কমিটির কোষাধ্যক্ষ শিপন মিয়া, প্রচার সম্পাদক নূরুল আমিন, সাইফুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর ফুটবল একাদশ বনাম শাহজিবাজার স্পোটিং ক্লাব। খেলার শুরু’র ৩মিনিটের মাথায় গোল করে শাহজিবাজার স্পোটিং ক্লাব। পরবর্তীতে খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আনন্দপুর ফুটবল একাদশ শাহজিবাজার স্পোর্টিং ক্লাবের জালে বল ঢুকিয়ে খেলায় সমতা আনে। পরে টাইব্রেকারে ৪/২ গোলে আনন্দপুর ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার রেফারী হাবিবুর রহমান।