চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দ করেছে বিজিবি। সোমবার ভোররাতে সীমান্তের ৭৫ এর ৩ সাবপিলার সংলগ্ন স্থান থেকে এ চা পাতা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বিজিবি’র চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার কাউছার মিয়া জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন রবিবার রাতে সীমান্তের ৭৫ এর ৩ এস পিলারের পাশ দিয়ে ভারতীয় চা পাতা প্রবেশ করছে। খবর পেয়ে তিনি হাবিলদার মহসিনসহ টহলে বের হন। হঠাৎ চোরাকারবারীদের দেখে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে ২শ’ বস্তা চা পাতা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চা পাতার সিজার লিস্ট তৈরী হচ্ছিল। জব্দকৃত চা পাতা শায়েস্তাগঞ্জ কাস্টমে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূতে জানা গেছে।