হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ মেয়াদোত্তীর্ণ দ্রব্যাদি সংরক্ষণ ও বিক্রি করার হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ দ্রব্যাদি সংরক্ষণ এবং বিক্রি করার দায়ে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারে অবস্থিত মোল্লাা স্টোর ও সবুজ স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিভিন্ন ফার্মেসিকে মাস্কসহ অন্যান্য স্যানিটাইজেশন আইটেম বিক্রয়ে মূল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত দামে বিক্রি না করতে সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশক্রমে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।