সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আউয়ালের পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কোম্পানীর বর্জ্যে সুতাং নদীর পানি বিষাক্ত হওয়ার কারণে এলাকার জনস্বাস্থ্য ও কৃষি ব্যবস্থা হুমকির সম্মুখীন। ইতিমধ্যে এলাকার মানুষজন বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বেশি। গতকাল হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল আশেঢ়া, বেকীটেকা এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদের কাছে নদীর পানির বিষাক্ততার চিত্র তুলে ধরেন। তারা জানান, বিভিন্ন কোম্পানীর দুষিত বর্জ্য সুতাং নদীর পানি দূষিত হওয়ায় এলাকার কৃষি কাজ হুমকির মুখে পতিত হয়েছে। নদীর পানি ব্যবহারের অনুপযোগী। ইতোমধ্যে বেশ কয়েকজন শিশু বিভিন্ন রোগে আক্তান্ত হওয়ায় স্থানীয় লোকজনকে ভাবিয়ে তুলেছে। এমন খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ওই এলাকায় যান। তারা সুতাং নদীর দূষিত পানি থেকে এলাকাবাসীকে রক্ষার দাবি জানান।
এ সময় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এলাকাবাসীকে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এটা কারো ব্যক্তিগত সমস্যা নয়, এটি সকলের সমস্যা। তাই সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।