রায়হান উদ্দিন সুমন, বানিয়াচঙ্গ থেকে ॥ আমাদের সমাজে ধনবান-বিত্তশালী মানুষ যেমন আছেন, তেমনি আছে এতিম-অসহায় অনেক পরিবার। কেউ তাদের পাশে দাঁড়াক বা না দাঁড়াক তারাও একভাবে বেঁচে থাকে। জীবনযুদ্ধে টিকে থাকে কোনো রকম। ইসলাম সব সময় এতিমদের সাথে ভালো ব্যবহার করার তাগিদে দিয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত আছে ‘তারা জিজ্ঞাসা করছে এতিমদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। বলে দিন, যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো’। এরই ধারাবাহিকতায় কিছু এতিমের পাশে দাঁড়িয়েছেন বানিয়াচঙ্গের সন্তান আমেরিকার নিউইয়র্ক প্রবাসী অ্যাডভোকেট সারোয়ার হোসেন কয়েস। আদমখানীর কালিকাপাড়ায় অবস্থিত আল মদিনা শিশু একাডেমির এতিমখানার ২৫ জন এতিমকে পাঞ্জাবি উপহার দিয়েছেন তিনি। এ উপলক্ষে সোমবার এতিমখানা ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এতিমখানার সকল শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনে অংশ নেন তিনি। এতিম শিশু শিক্ষার্থীরাও এসব প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব আনন্দিত। তুমূল হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিল ওরা। পরে এতিমখানার সকল এতিম ও শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন প্রবাসী সারোয়ার। খাবারের পূর্বে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি। এসময় এতিমখানার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদেরকেও পুরস্কৃত করা হয়।
প্রবাসী সারোয়ার হোসেন কয়েস বলেন, আজ আমার জীবনের সবচেয়ে সেরা একটি আনন্দঘন দিন পার করলাম। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি চেষ্টা করবো প্রতি বছর-ই যেন এরকম এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠান করতে পারি। তিনি এতিমদের উদ্দেশ্যে বলেন, তারা যেন দ্বীনের সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষাকে সঠিকভাবে সব জায়গায় ছড়িয়ে দেয়। এই সমাজ আমাকে অনেক কিছু শিখিয়েছে, পড়িয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি শিক্ষা ও ছাত্রদের পাশে থাকার চেষ্টা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার প্রধান মাওলানা আব্দুল বাছিত আজাদ, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, প্রভাষক মোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আশিক প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com