গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার এক জরুরী সাধারণ সভা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ারে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ ভারতীয় মুসলমানদের উপর মোদী সরকারের মদদপুষ্ট পেটুয়া বাহিনী কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে সরকারকে ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর আহবান জানান। সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ছাইফুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাহির উদ্দিন সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ বাচ্চু, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ নুরুদ্দীন প্রমূখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com