স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। ২৪টি ব্যাংক লাল দল ও সবুজ দলভুক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবুজ দল ২-১ গোলে বিজয়ী হয়। বিজয়ী সবুজ দলের অধিনায়ক, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ চ্যাম্পিয়ন ট্রফি ও বিজিত লাল দলের অধিনায়ক, এসোসিয়েশনের সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকি রানার্স আপ ট্রফি গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। খেলার রেফারী ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা রেফারী সমিতির সেক্রেটারি ফরিদ উদ্দিন আহমদ। খেলার ধারা ভাষ্যকার ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল।
লাল দল: অধিনায়ক সেলিম সিদ্দিকী: ব্যাংক সমুহ: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক প্রধানশাখা, টাউন মসজিদ শাখা, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক।
সবুজ দল: অধিনায়ক মো: আব্দুল্লাহ: ব্যাংক সমুহ: কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখা, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, রুপালী ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বিডিবিএল, সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখা।