স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরশহরের কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে। উজ্জ্বল পাঠানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডাকবাংলার সামনে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। প্রায় ৩০ মিনিট পর থানা পুলিশ বিক্ষুব্ধদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান- ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন সর্দারের বিরুদ্ধে ২০১৭ সালে ফেসবুকে আপত্তিকর বক্তব্য লিখেন উজ্জ্বল পাঠান। এ ক্ষুব্ধ হয়ে মনির হোসেন আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বুধবার সন্ধ্যায় উজ্জ্বল পাঠানকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, হৃদয় পাঠান উজ্জলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com