বাহুবলে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ চা শ্রমিকদের সন্তানরাই একদিন নিজ নিজ যোগ্যতায় সরকারি বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, এমপি বা মন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবে। তারা পূর্বের মতো অন্ধকার জীবনে আবদ্ধ নয়। চা শ্রমিকরা অল্প হাজিরায় বাগানে কাজ করলেও তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুর চা বাগান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন অনেক চা শ্রমিকের সন্তান স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটিতে অধ্যয়ন করছে। শিক্ষাজীবন শেষে ওরাই একদিন এসপি-ডিসি হবে।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, মধুপুর চা বাগানের ডিজিএম গোলাম মর্তুজা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, সাব-ইন্সপেক্টর মহরম আলী, চা শ্রমিক ইউনিয়নের এডভাইজার সুভাষ দাস প্রমুখ।