স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের দাউদনগরে বসতভিটা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। যে কোন সময় দাঙ্গা-হাঙ্গামাসহ খুন খারাপি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে ওই জায়গার দাবিদার দুই মালিকের মাঝে মামলা-পাল্টা মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই জায়গার মালিক দাবিদার কবিরাজ আবুল হোসেন দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। গত মঙ্গলবার পূর্বের ঘর ভেঙ্গে নতুন করে ঘর তুলতে চাইলে প্রতিবেশী ওই জায়গার আরেক মালিক দাবিদার মামুদ আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে মাহমুদ আলী আদালতে মামলা দায়ের করেন। পরে পাল্টা জবাব হিসেবে আবুল হোসেনও মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর গতকাল বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করে। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে উত্তেজনা দেখা দেয় বলে জানা গেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, যেহেতু উভয়ের মামলায় আদালতের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেয়া আছে তাই পুলিশ খুবই সতর্ক আছে।