স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরাহ হজ¦ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। গতকাল রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মেয়র তাঁর মা, স্ত্রী ও পুত্র সন্তানকে সাথে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিয়া এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করেন। আগামী ২ সপ্তাহ তিনি সেখানে অবস্থান করে ২৮ ডিসেম্বর দেশে ফিরবেন। পবিত্র ওমরাহ পালনকালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ১ম সপ্তাহ মক্কায় ও ২ সপ্তাহ মদীনায় অবস্থান করবনে। সময় স্বল্পতার কারণে মেয়র বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের সাথে যোগাযোগ করে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে শারিরীক সুস্থতার সাথে ওমরাহ পালনে পৌরবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com