স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। গতকাল রবিবার এক বিবৃতিতে এই অভিনন্দন জানিয়ে তিনি বলেন- গত ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আগামী তিন বছরের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর নাম ঘোষণা করেন। উক্ত কমিটিকে স্বাগত জানিয়ে এমপি মজিদ খান বলেন, আমার প্রত্যাশা আগামী দিনে তাঁদের সুযোগ্য নেতৃত্বে হবিগঞ্জ জেলায় আওয়ামী পরিবার আরও সংগঠিত ও শক্তিশালী হবে। একই সাথে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল কাউন্সিলর ডেলিগেটসহ আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীর প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সর্বোপরি হবিগঞ্জ জেলাবাসী আমার প্রতি যে আন্তরিক ভালবাসা প্রদর্শন করেছেন এ জন্য আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। আওয়ামী পরিবারের একজন কর্মী হিসাবে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com