স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পচা পেঁয়াজ বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪৫ টাকা কেজি দামে ২ কেজি পেঁয়াজ ক্রয় করে ৫শ’ গ্রাম (আধা কেজি) পঁচা পেঁয়াজ পেয়েছেন অনেক ক্রেতা। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ নিতে লাইনে দাঁড়িছেন বেশ কিছু ক্রেতা। এসব ক্রেতাদের মধ্যে ঝুমুর রায় নামের এক টিসিবি’র ডিলার ৪৫ টাকা কেজি মূল্যে মাথাপিছু ২ কেজি করে পেঁয়াজ দিচ্ছেন। কিন্তু যারা পেঁয়াজ নিচ্ছেন তারা পেঁয়াজের ব্যাগ খুলে ৫/৬টি পেঁয়াজ পচা পাচ্ছেন। এ সময় তারা পচা পেঁয়াজগুলো বদল করে নিতে চাইলে ডিলার তা দেননি। এতে ক্ষোভ প্রকাশ করেন পেঁয়াজ নিতে আসা লোকজন। এ ব্যাপারে দৈনিক হবিগঞ্জকে মুখ পত্রিকাকে সুলতান আখনজী নামে টিসিবির পেঁয়াজ ক্রেতা জানান, দুই কেজি পেঁয়াজ ৯০ টাকা দিয়ে ক্রয় করে ৫শ গ্রামের উপরে পচা পেঁয়াজ পেয়েছি। পচা পেঁয়াজগুলো বদলিয়ে নিতে চাইলে ডিলার দেননি। এ ব্যাপারে ডিলার ঝুমুর রায়ের সাথে এ প্রতিনিধি’র কথা হলে তিনি জানান, টিসিবি কর্তৃপক্ষ আমাদের এ পেঁয়াজ দিয়েছে। অন্যান্য সময়ের পেঁয়াজের চেয়ে এ পেঁয়াজগুলো পচা পড়েছে। আমরা যতটুকু পারছি ক্রেতাদের ভাল পেঁয়াজ দেয়ার চেষ্টা করছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এ বিষয়টি আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখছি। জেলা প্রশাসকের সাথে কথা বলার কিছুক্ষণ পরে গিয়ে দেখা যায়, পেঁয়াজ বিক্রি বন্ধ করা হয়েছে। এ সময় পেঁয়াজ বিক্রেতা জানান, পচা পেঁয়াজ হওয়ার কারণে জেলা প্রশাসক পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে গতকাল চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি যে পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি করছে, সে ধরণের বড় পেঁয়াজ বাজারে ৬০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com