স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক ৩ বারের সভাপতি মহিবুল ইসলাম শাহিন। গতকাল শুক্রবার বাদ মাগরিব বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে আলহাজ্ব জি কে গউছের সাথে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।
মহিবুল ইসলাম শাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন-পীড়নের পরও অতীতে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও দলের জন্য কাজ করতে চান। এজন্য তিনি দলের নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন।
এর আগে গত বৃহস্পতিবার মহিবুল ইসলাম শাহীনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল।