করাব ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী নীতির কারণে জনগণ তাদের অধিকার হারিয়েছে। এখন পরিবর্তনের সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপির পক্ষে। ধানের শীষের বিজয় নিশ্চিত হলে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলার করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে কৃষকদের পাশে দাড়িয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষি উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন। বিএনপির শাসনামলে কৃষকদের জীবনযাত্রা উন্নত হয়েছিল। ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করা হয়েছিল, কৃষি ঋণ প্রাপ্তি সহজ হয়েছিল। কৃষি উপকরণের দাম কমানো হয়েছিল, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছিল।
তিনি বলেন- আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কৃষি বিরোধী নীতির কারণে দেশের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সার, বীজ, কীটনাশকের অস্বাভাবিক দাম এবং ন্যায্য মূল্যের অভাবে কৃষকদের কষ্ট বেড়েছে। কিন্তু বিএনপির ৩১ দফা কর্মসূচিতে কৃষি উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। আমরা কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ, ন্যায্যমূল্য নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নারী কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা করব।
জি কে গউছ বলেন, আমাদের নারী সমাজকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী সমাজের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। বিএনপি মায়েদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালিন ভাতা চালু করেছিল। দেশের অর্ধেক ভোটার হচ্ছে নারী, এই নারী সমাজকে অবজ্ঞা বরে দেশ গঠন করা সম্ভব নয়।
হাজী কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান প্রমূখ।