বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি এলাকায় ডেভিল হান্ট অভিযানে আটক এক আওয়ামী লীগ নেতা হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। শুক্রবার সন্ধ্যায় পুটিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া গ্রেফতার হওয়ার পর হ্যান্ডকাপসহ তিনি পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, পুলিশ জসিম মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে আনতে থাকলে তিনি হঠাৎ ধস্তাধস্তি করে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পুলিশ সদস্যরা পিছু নিলেও তিনি অন্ধকারের সুযোগে দৃষ্টির বাইরে চলে যান।
এদিকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাহুবল থানার ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়নি। আমাদের উপস্থিতি দেখে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। পুলিশের দাবি, জসিমকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডকাপ পরানোর আগেই তিনি দৌড়ে পালিয়ে যান। তবে স্থানীয়দের বক্তব্য ও পুলিশের দাবি পরস্পরবিরোধী হওয়ায় এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
জানা যায়, সম্প্রতি পুটিজুরি এলাকায় অপরাধ দমনে ‘ডেভিল হান্ট অভিযান’ পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হয়। এ সময় জসিমের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে লক্ষ্যবস্তু করে। পুলিশ বলছে, জসিমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ টিম কাজ করছে।

