স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কলেজছাত্রী ফাবিহা রাসুল (সাঃ)-কে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে আগামী সোমবার (১৭ নভেম্বর) হবিগঞ্জ কোর্ট পয়েন্টে মানববন্ধন করবে হবিগঞ্জ ইসলামি সংগ্রাম পরিষদ। শুক্রবার জামিয়া নূরে মদীনার দপ্তরে শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত উলামা পরিষদ ও ইসলামী সংগ্রাম পরিষদ শায়েস্তাগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জামিয়া নূরে মদীনার পরিচালক, ইসলামী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ এর প্রধান উপদেষ্টা আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।
সভায় সর্বসম্মতিক্রমে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুটিরগাঁও গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ফাবিহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা’আলা আনহা, ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে যে জঘন্যতম মন্তব্য করেছে এর প্রতিবাদে আগামী ১৭ নভেম্বর সোমবার সকাল দশটায় হবিগঞ্জ কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদের অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মাওলানা তানভীর সিফাতুল্লাহ, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা মোস্তফা কামাল খান, সেক্রেটারি মাওলানা নোমান আহমদ, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আজিজুল হক, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরি, মাওলানা লুতফুর রহমান, মাওলানা আফছর উদ্দিন, মাওলানা ফারুক, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল কুদ্দুস নূরী, মাওলানা হুমায়ুন ওলিপুর, মাওলানা রিদওয়ানুল হক, মাওলানা আক্তার হুসাইন, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা হামদুল্লাহ ইফসুফ, হাফেজ মাওলানা আফফান সাব্বির, হাফেজ মাওলানা শেখ আফরোজ, হাফেজ মাওলানা নাঈমুল হাসান, মাওলানা জামিউল ইসলাম মামুন, মাওলানা মুহিবুর রহমান ফারুকী, মাওলানা জুনাঈদ আহমদ, হাফেজ মাওলানা নাজমুল হুদা, মুফতি মুজাহিদুল ইসলাম, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা মুজাক্কির আহমদ, মাওলানা সোলাইমান আহমদ প্রমূখ।

