স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রণধীর গোপ (৪০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এবং নির্যাতিতা তরুণী অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকে রণধীর গোপ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, রণধীরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নির্যাতিতা তরুণীর মা জানান, বৃহস্পতিবার বিকেলে তার বাকপ্রতিবন্ধী কন্যাকে কৌশলে রণধীর তার বাসায় নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনাটি নির্যাতিতা তরুণী আকার ইঙ্গিতে তার মাকে জানালে তিনি আশপাশের লোকজনকে জানান। এ সময় কয়েকজন মুরুব্বী বিষয়টি রফাদফার চেষ্টা করেন।
এ বিষয়ে সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং রণধীরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে।