স্টাফ রিপোর্টার ॥ ধানের শীষের পক্ষে দোয়া, আর্শিবাদ ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন, ধান উন্নয়নের প্রতীক, ধান আস্থা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষ ইসলামী মূল্যবোধের প্রতীক, ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, লিটন আহমেদ, আক্কাস আলী, জয়নাল আবেদিন, হারিস মিয়া সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।