নবীগঞ্জে নাশকতার ছক ফাঁস
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশের বিশেষ টিম। আটক ব্যক্তিরা হলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।
জানা যায়, গতকাল বুধবার রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গোপলার বাজার থেকে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বড় ধরনের নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই জনকে আটক করে। দীর্ঘদিন ধরে এই দুই নেতা স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পুরো ওয়ার্ড নিয়ন্ত্রণ করে আসছিলেন। তাদের নির্দেশেই এলাকাজুড়ে চাঁদাবাজি, ভয়ভীতি ও রাজনৈতিক দখলবাজির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছিল।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। অপরদিকে, দেবপাড়া ইউনিয়নে হঠাৎ ডিবি পুলিশের অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, আটক দুই নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।