স্টাফ রিপোর্টার ॥ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর সম্ভাব্য বিশৃঙ্খলা, নাশকতা বা নৈরাজ্য প্রতিরোধে পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে সদর থানাসহ প্রতিটি থানার টহল টিমকে সক্রিয় রাখা হয়েছে। টহল টিমগুলো চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুর সহ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা, ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এছাড়া বাজার এলাকা, জনবহুল স্থান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাট-বাজারসহ সব কৌশলগত স্থানে পুলিশের তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের গ্রেফতার এবং চেকপোস্টে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি থানায় নিয়মিত টহল, রাত্রিকালীন অভিযান, ব্লক রেইড ও টার্গেট অপারেশন পরিচালিত হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, যেকোনো ধরণের নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট উচ্চ সতর্ক অবস্থায় আছে। হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের বেবিস্ট্যান্ড, শায়েস্তানগর, চৌধুরী বাজার, কোর্ট স্টেশন পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে টহল জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, জনগণের জানমাল রক্ষা ও জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বদা মাঠে রয়েছে। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে কোনো অশান্তি বা নাশকতা যাতে না ঘটে, সেজন্য জেলার প্রতিটি থানায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলা পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই সাধারণ মানুষ যেন নিরাপদে ও নিশ্চিন্তে তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।

