এসএম সুরুজ আলী ॥ গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদিও নির্বাচন বানচাল করার জন্য দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। স্বৈরাচারী ফ্যাসিবাদি শক্তি যারা বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা ভারত, লন্ডন থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। স্কুলের গেইটে, বাসে বোমা মারছে। আগুন ধরিয়ে দিচ্ছে। মানুষকে মারছে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। বুধবার হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কেন্দ্রীয় নেতা তাওহিদ হাসান।
ভিপি নুর বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই বলছি অন্যায়ভাবে কাউকেই মামলায় দেয়া যাবে না। অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের পর মামলা দিয়ে একটি বাণিজ্যের হাতিয়ার গড়ে তুলেছে। নেতাকর্মী, সমর্থক দিয়ে মামলা দিচ্ছে আবার টাকা পয়সা নিয়ে তাদের জামিন করাচ্ছে। এ জন্যই আমরা বলছি যারা গণহত্যায় অভিযুক্ত ছিল তাদের বিচার হতেই হবে। আমরা তাদের বিচার চাই।