স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ডেভিল, নিয়মিত মামলা, নারী শিশু, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার ১৫ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।