স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১১ নভেম্বর সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে।