সাব্বির হোসেন সভাপতি ও দেলোয়ার হোসেন মানিক পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ্যামাইকার কিং কাবাব রেস্টুরেন্ট সংগঠনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্র
ধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমুল হাসান কুবাদ এর সভাপতিত্বে নির্বাচন কমিশনার গাফফার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার গোলাম সারোয়ার চৌধুরী, তাজুল ইসলাম তালুকদার ও লিয়াকত আলী। নির্বাচন কমিশনার বিভিন্ন পদে নমিনেশন প্রদান করেন। এ সময় সভাপতি পদে সাব্বির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সহ-সভাপতি আকবর হোসেন স্বপন, সহ-সভাপতি সৈয়দ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির আহমেদ রাহুল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল আবেদিন মাছুম, ক্রীড়া ও যুব সম্পাদক, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোঃ জালাল উদ্দীন তালুকদার, নুর জাহান চৌধুরী রোমা মহিলা বিষয়ক সম্পাদক, কার্যকরি সদস্য রাজিব চৌধুরী, মোঃ মানিক মিয়া, চৌধুরী আব্দুল মোকিত, মোঃ আবু তাহের চৌধুরী, মোঃ গোলাম মোহিদকে মনোনিত করা হয়েছে এবং পদাধিকার বলে কার্যকরী পরিষদের সদস্য বিদায়ী সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং তারা দায়িত্ব পালনকালে হবিগঞ্জবাসীর জন্য কবরস্থানের জায়গা ক্রয় করাসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
0

