নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবিতে ৪ গ্রামের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় আল্টিমেটাম দেয়া হয়, শিগ্গিরই ব্যবস্থা না নেয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। সকালে নবীগঞ্জ উপজেলার শেরপুর-নবীগঞ্জ সড়কের কুর্শি পয়েন্টে এ কর্মসুচী পালন করা হয়। শত শত নারী-পুরুষ ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি, সাটকাপন, নোয়াগাঁও ও ফুটারমাটি গ্রামের মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শির বিশিষ্ট মুরুব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী, জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন, নাজিম উদ্দিন, ষাটকাহন গ্রামের হারুন চৌধুরী, ফুটারমাটি গ্রামের রব্বুল মিয়া, নুনু মিয়া, ছনর মিয়া, কবির মিয়া, অভিনাশ সূত্রধর, রায়পুর গ্রামের সুমন মিয়া, ফুরুক মিয়া, নোয়াগাঁও গ্রামের পঙ্কি মিয়া প্রমূখ।
বক্তাগণ বলেন- গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় উপজেলার জালালসাপ গ্রামের হোসেন মিয়ার বাড়ি থেকে তার স্ত্রী সালমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার বাবার বাড়ি কুর্শি গ্রামের লোকজন তাকে তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেন। এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে গৃহবধুকে হত্যার অভিযোগে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।