এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে গভীর রাতে দোকান ঘরের দরজা ভেঙে চুরির করার সময় স্থানীয় জনতা ছালামিন নামক এক চোরকে আটক করেছে। এসময় চোরের অন্যান্য সহযোগীরা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা আটককৃত ছালামিনকে বেঁধে রাখে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ছালামিন উপজেলার শিবপাশা ইউনিয়নের বং গ্রামের সাবেক ইউপি সদস্য জাফু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী মহল্লার খলাবাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে ছালামিনসহ একদল চোর ওই গ্রামের কাওছার চৌধুরীর দোকানের দরজা খুলে চুরি করার সময় কাওছার চৌধুরী চোরের উপস্থিতি টের পেয়ে তাঁকে জাপটে ধরেন। এসময় তাঁর শোর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়দের আনাগোনা শুনতে পেয়ে চোরের সহযোগীরা পালিয়ে যায়। পরে আটক ছালামিনকে স্থানীয় একটি বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে রাখে জনতা।
ওই সময় স্থানীয়দের চাপে পড়ে আটক ছালামিন জানায়, বাঘা ও শাবুল নামে তাঁর সাথে আরো দুইজন কৌশলে পালিয়ে গেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা চোর আটক করে থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।