
ডেস্ক রিপোর্ট ॥ এবারের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌ-বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সিলেটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীও কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৭ তারিখ রাজারবাগ পুলিশ লাইনে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সেনাবাহিনীকেও প্রশিক্ষণ করানোর ব্যাপারে সুপারিশ করা হয়েছে। নির্বাচনের সময় আনসার বাহিনীর কাজ গুরুত্বপূর্ণ জানিয়ে জাহাঙ্গীর বলেন, আনসার বাহিনী নির্বাচনে প্রতি কেন্দ্রে ১২ জন কাজ করে। তবে এবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় আরো একজন বাড়ানো হবে।
বৈঠকে সিলেটের ডিআইজি, পুলিশ কমিশনার এবং চার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেন। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে বিজিবি সেক্টর হেডকোয়াটার্স পরিদর্শন করেন।