স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যেকোন সময় উভয়পক্ষের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেত…বৃন্দ হবিগঞ্জের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের পদ সাময়িকভাবে ¯’গিত ও তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। এর আগে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে বহিস্কার করে হবিগঞ্জ কমিটি। তাছাড়া মাহদী হাসানের দায়ের করা মামলায় এনামুল হক সাকিবসহ বেশ কয়েকজন হবিগঞ্জ কারাগারে রয়েছেন। এ প্রেক্ষিতে গতকাল আরিফ তালুকদার ও মাহদি হাসানকে  স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সাকিব গ্রুপের লোকজন শহরে প্রতিবাদ সভা ও মিছিল করে। অপরদিকে আরিফ তালুকদার ও মাহদি হাসানকে পুনর্বহালের দাবিতে তাদের লোকজনও প্রতিবাদ সভা ও মিছিল করে। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মাঝে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন এর ফেসবুক পেজে পোস্ট করা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের ওপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ এবং জেলা শাখার কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগের স্থগিতাদেশ বাতিল হওয়ায় আহ্বায়ক ও সদস্য সচিব যথারীতি দায়িত্ব পালন করবেন এবং হবিগঞ্জ জেলা শাখার সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।