স্টাফ রিপোর্টার ।। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (৯ জুলাই) রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে। এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করে কতিপয় বখাটে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলের দিকে ওই কিশোরী শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পাশে অসু¯’ অব¯’ায় কাঁদতে থাকলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে নিজগাঁও গ্রামের রায়হান মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। তাছাড়া পুলিশ ওই কিশোরীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা করায়।
পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে ওই কিশোরীর অভিভাবক আসার পর মামলা দায়ের হবে। আটক রায়হান ও উদ্ধারক…ত কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে।