স্টাফ রিপোর্টার।। বানিয়াচং উপজেলার আমীরখানী সাহেব বাড়ীর বাসিন্দা জামেয়া রেদুয়ানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও আমীরখানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ মাওলানা আবু জামাল মাসউদ হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মাওলানা আবু জামাল মাসউদ হাসান আমীরখানী সাহেব বাড়ীর মাওলানা চনু মিয়ার ২য় ছেলে।