স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ কোর্ট থেকে আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোর্টের এএসআই সবুজ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার মামলা রুজু করা হয়। গত বুধবার হবিগঞ্জ শহরের প্রধান ডাকঘর এলাকা¯’ দেয়ানতরাম সাহার বাড়ি এলাকার এসএসসি পরীক্ষার্থী জনি দাশ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি সাজু মিয়াকে আদালতে তোলার সময় একদল উশৃঙ্খল জনতা পুলিশের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন ও কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হাসান বলেন, সিসি টিভির ফুটেজ দেখে আসামিদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

অপর একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিচারপ্রার্থী এক ব্যক্তি বিচারককে হুমকি দেন। এ ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। এ পরি¯ি’তিতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়।