স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড থেকে দিদার মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রবিবার বিকেলে ওই এলাকার কাজী নজমুল হোসেন এর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নবগঠিত কাজী সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ভুয়া কাজী হাসান আলী তার সহকারী দিদারকে দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন বিয়ে রেজিস্ট্রি করে আসছিলেন। এতে প্রকৃত কাজীদের মান ক্ষুন্ন হয়। এ খবরটি তারা জানতে পারলে গতকাল ওই সময় হাসান আলীকে ধরতে ফাঁদ পাতেন।
পরে সে না এসে তার সহকারী দিদার মিয়া এলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে সত্য প্রকাশ করে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ওসি তদন্ত জানান, সমিতির লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। দিদার মিয়া লাখাই উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা।