স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আলী আজগরকে (৬০) কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার (২৯ জুন) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন বলেন, যাদবপুর গ্রামের আমির আলীর কন্যাকে আজগর আলী জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় আলী আজগরকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালালে তিনি আদালতে আত্মসমর্পন করেন।

আলী আজগরের দাবি, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।