অপর এক অভিযানে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জিয়াউর রহমান আখঞ্জিকে গ্রেফতার করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ তাঁতী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাহুবল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সুখচর গ্রামের আব্দুল আলীর পুত্র ও জেলা তাঁতী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীর ভাতিজা।
অপর এক অভিযানে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জিয়াউর রহমান আখঞ্জিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ নিজ প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে।
ওসি গোলাম মোস্তফা জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।