
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে স্টলে চা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শাহ রিয়াজ মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত আলমগীর ও মালাই মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় রিয়াজ মিয়া পইল নতুন বাজারে একটি চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় এক যুবকের সাথে চা পান নিয়ে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com