নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদ(২৯)কে গ্রেফতার করেছে। ধৃত সাজু আহমদ কামারগাঁও গ্রামের মৃত সোনাফর মিয়ার পুত্র। তাকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়, শুক্রবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদকে গ্রেফতার করা হয়।
ওসি মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com