স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায়। এ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তীব্র তাপদাহের পর বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার হবিগঞ্জে সামান্য বৃষ্টি হয়। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুৎ এলেও সামান্য সময়ের ব্যবধানে আবারো চলে যায়। এভাবে বিদ্যুতের ভেলকিবাজী খেলা চলে বেশ কয়েক বার।
গতকাল শুক্রবার সন্ধ্যার আগে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। গ্রাহকদের অভিযোগ, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও বৃষ্টির মৌসুমের শুরুতেই ভোগান্তি শুরু হয়ে গেছে। আকাশে মেঘ বা বিদ্যুৎ চমকালেই চলে যায় আমাদের বিদ্যুৎ। দমকা হাওয়া অথবা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যাওয়া নিত্য নৈমত্তিক হয়ে দাড়িয়েছে।
হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আসমা খাতুন বলেন, বিদ্যুতের আসা-যাওয়ার কারণে ঠিকমতো গৃহস্থালি কাজ করা যায় না। তাছাড়া মোটর দিয়ে পানি তুলতে সমস্যায় পড়তে হয়।
শিক্ষার্থী দোহা আক্তার জানান, তাদের এসএসসি পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com