
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার কক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা আলহাজ্ব সাহিদুর রহমান চৌধুরী সাফি নিজ অর্থায়নে হাফেজদেরকে পাগড়ি পরিধান করান। এছাড়া মুড়ারবন্দ জামে মসজিদ ও অত্র হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রাজিব আহমেদ লিমন নিজ তহবিল থেকে হাফেজ ও শিক্ষককে নগদ অর্থ প্রদান করেন। মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি’র সভাপতিত্বে ও মাদ্রাসা অধ্যক্ষ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলীর পরিচালনায় অনুষ্ঠানে ভারতের আজমির শরীফ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) দরবার শরীফের খাদেম হাজী ওয়াসিম উদ্দিন চিশতী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আফসার আহমদ। বক্তব্য রাখেন পীর নজরুল আহমদ চিশতী, পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, খাদেম সৈয়দ অলি আহমেদ চিশতী প্রমূখ। অনুষ্ঠানে তিন জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও নগদ অর্থ প্রদান করা হয়। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পূর্ব বাগুনীপাড়া গ্রামের রমিজ আলীর ছেলে মোঃ মোঃ সুলতান আলী জীবন, চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মোঃ হিরা মিয়ার ছেলে মোঃ রাকিবুল হাসান রাহী ও একই উপজেলার বসন্তপুর গ্রামের আনজব আলী ছেলে মোঃ রুবেল মিয়া।