
একদিকে, মুদি ব্যবসায় লোকসানসহ বিভিন্ন ব্যক্তি ও এনজিওর ঋণের টাকা পরিশোধের চাপ অন্যদিকে বিদেশে যাওয়ার জন্য দালালদের টাকা দিয়ে প্রতারণার শিকার এবং সবশেষে রাগে-দুঃখে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর ঋণগ্রস্ত পিতা বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০) এবং তার দুই কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুনারুঘাট মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এ কে এম সালিমুল হক ও চুনারুঘাট থানার পুলিশ।
স্থানীয়রা জানায়, মুদি ব্যবসায়ী আব্দুর রউফ ব্যবসায় লোকসান খেয়ে হতাশায় ভুগছিলেন। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও এনজিওর ঋণের টাকা পরিশোধে চাপে ছিলেন। এরই মধ্যে বিদেশে যাওয়ার জন্য স্থানীয় দালালদের টাকা দিয়েও বিদেশ যেতে পারেননি। এ নিয়ে প্রায়ই তার স্ত্রী হাফিজা আক্তারের সঙ্গে ঝগড়া হতো। এরই একপর্যায়ে স্ত্রী দুদিন আগে এক বছরে
সন্তানকে নিয়ে তার বোনের বাড়ি চলে যান। ঘটনার রাতে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করে ঝগড়া করেন রউফ। এনিয়ে অভিমান করে আব্দুর রউফ রাত ২টার দিকে তার দুই কন্যাকে বিষ খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও বিষপান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোর রাত ৪টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় পিতা আঃ রউফ মারা যায়। ময়না তদন্ত শেষে শনিবার সকালে পিতাসহ দুই সন্তানের জানাজা শেষে দাফন করা হয়।
নিহত রউফের ভাই সুজন মিয়া বলেন, তার ভাই ঋণগ্রস্ত ছিলেন, পাশাপাশি সংসারের অভাব অনটন নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। এ কারণেই তার ভাই সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জানান, তার ভাই আব্দুর রউফ ব্যবসায় লোকসানের কারণে পৈত্রিক জমিজমা বিক্রি করেন এবং ধার-দেনা করে পরিবার চালাতেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও পারিবারিক কলহ তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।
ইউপি সদস্য আইয়ূব আলী জানান, এলাকাবাসী আমাকে জানিয়েছে, রউফের অনেক ঋণ রয়েছে। এছাড়া বিদেশে যাওয়ার জন্য দালালকে টাকা দিয়েও বিদেশ যেতে পারেনি। এনিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। এসব ঘটনায় সে আত্মহত্যা করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে ঝগড়া করে এবং অভাব অনটনের কারণেই সে তার সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।